আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না: আমির খসরু


নিউজ ডেস্ক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম যার যার উৎসব সবার।

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্ম নিয়ে রাষ্ট্রে কোনো বিভক্তি চায় না।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বারিক বিল্ডিং একতা গোষ্ঠী পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব‌ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। ছোটবেলা থেকে আমরা উৎসবমুখর পরিবেশে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে দুর্গাপূজার অনুষ্ঠান উপভোগ করতাম। এটা সর্বজনীন উৎসব। উৎসবমুখর পরিবেশে সবাই দুর্গাপূজার আনন্দ উপভোগ করুন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা নুরুল আমিন, একতা গোষ্ঠী পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক রনি ধর, যুগ্ম সম্পাদক সত্যজিৎ দাস রাসেল, উদযাপন পরিষদ নেতা সুরজিৎ কর মুক্তি, কিশোর চৌধুরী, শিবপ্রসাদ চৌধুরী, শাওন চৌধুরী বিভাস প্রমুখ।

পরে আমির খসরু দক্ষিণ কাট্টলী হরি মন্দির ও কালী মন্দির শারদীয় দুর্গাপূজা উৎসব পরিদর্শন করেন। এ সময় শারদীয় শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনজুর আলম, বিএনপি নেতা আবুল হাসেম, জেসমিন খানম, আবু জহুর, সাইফুল আলম, মো. শফিউল্লাহ, নূর সেলিম বাঙালি, পূজা উদযাপন পরিষদের নেতা সৈকত দাস, মিঠুন সরকার, সমরকান্তি দাস, প্রান্ত চৌধুরী, বাঁধন ধর, বিশু দাস, লিটন দাস, সুনীল দাস প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর