শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক ও শিল্পী নরেণ সাহা


নিউজ ডেস্ক: চট্টগ্রামের সকল সনাতন ধর্মালম্বিসহ জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে শারদীয় দূর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ‘আন্তর্জাতিক বিশ্বতান’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, আয়কর আইনজীবী, শিক্ষক ও শিল্পী নরেণ সাহা।

সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

নরেণ সাহা শুভেচ্ছা বাণীতে বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ-শোক, জরা,ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। পৃথিবী হবে দুর্গতিমুক্ত।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করেন। ধর্ম যার যার উৎসব তারতার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান রইলো। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি মাধ্যমে মঙ্গল কামনা করেন।

 


Related posts

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন ভবনসহ ৫ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

মক্কা বিজয় একটি ঐতিহাসিক বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Chatgarsangbad.net

আজ থেকে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা

Chatgarsangbad.net

Leave a Comment