পটিয়ায় উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)- টিআইবি, পটিয়ার যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিত করণ”।
এ উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক ফারহানুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃম্ময় দাশ, তথ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, সনাক সদস্য অজিত কুমার মিত্র, এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, মো. সোলায়মান, শাহ আলম খোকন, নিলুফার জাহান কুমু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক-পটিয়ার সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাক।
এর আগে এক র্যালী উপজেলা হেড কোয়ার্টার প্রদক্ষিণ করে। অনুষ্ঠানমালায় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক সনাক-টিআইবি নেতৃবৃন্দ, ইয়েস, এসিজি সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি অংশ নেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কোর্ডিনেটর এ জি এম জাহাঙ্গীর আলম সভায় পটিয়া উপজেলার সরকারি অফিসের ওয়েব পোর্টাল স্টাডির প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, গত ৫ বছর ধরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে এ প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসার বরবর দাখিল করা হয়। যাতে ওয়েবপোর্টাল হালনাগাদ করা হয় এবং জনগনের বিভিন্ন প্রাসঙ্গিক তথ্যপ্রাপ্তি সহজ হয়। এ প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ওয়েবপোর্টাল হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করেন। ফলশ্রুতিতে ওয়েবপোর্টাল আপডেট করা হয়। কিন্তু বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারি বদলী বা অন্য কোনো কারণে পরিবর্তন হলে সেটা আর হালনাগদ থাকেনা। ২০২৪ ও ২০২৫ সালের প্রতিবেদন তুলনামূলক চিত্রে দেখা যায়, পটিয়ায় ৩৫ টি সরকারি অফিসের নির্ধারিত ৭টি বিষয়ে মাত্র ১ টি অফিসের ওয়েবপোর্টাল আপডেট আছে। ২ টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের তথ্যই নাই। যা রীতিমত অবাক করার মতো। ৩৫ টি প্রতিষ্ঠানে ২০২৪ সালের তুলনায় ০৬ টি প্রতিষ্ঠানের হালনাগাদের চিত্র ২০২৫ সালে কিছুটা হ্রাস পেয়েছে যা কোনো ভাবেই কাম্য নয়।
সনাক সদস্য ও সাবেক সভাপতি অজিত কুমার মিত্র বলেন, বদলীজনিত কারণে অনেক সময় ওয়েবপোর্টালের তথ্য হালনাগাদ থাকে না। এটা যদি সংশ্লিষ্ট কর্মকর্তা যেখান থেকে বদলী হন বা যেখানে যোগদান করেন সেখানে হালনাগাদ করা হয়, তাহলে অনেকটাই তথ্য হালনাগাদ হয়ে যায়। এ বিষয়ে সবাই একটু আন্তরিক হলেই হয়।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার এটা নাগরিক অধিকার আমাদের সমাজে অনেকে জানেই না। “তথ্য অধিকার আইন ২০০৯” বিষয়ে গ্রাম-ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা না গেলে এর সুফল থেকে জনগন বঞ্চিত হবে। এর প্রকৃত সুফল পেতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তথ্যের অভাবে যেনো কোনো নাগরিক সেবা বঞ্চিত না হয়- সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি তথ্য কমিশনের ওয়েব সাইটে এ সংক্রান্ত সবকিছু যেনো হালনাগাদ থাকে সেদিকেও তথ্য কমিশনের নজর দিতে হবে। দ্রুত সময়ে পটিয়া উপজেলার ওয়েবপোর্টাল হালনাগাদ রাখার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন বলে জানান তিনি।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সবাইকে নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান বক্তারা।
Leave a Reply