আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় আনোয়ারা থানা পুলিশের মতবিনিময় সভা


আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো ব্যাপক উদ্যোগ নিয়েছে আনোয়ারা থানা পুলিশ। এ উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে থানা মাঠে পূজা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন এবং সঞ্চালনা করেন এসআই জ্যোতিষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেল এএসপি সোহানুর রহমান সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ধর, নেতা প্রকৃত রঞ্জন, রাহুল ধরসহ পূজা কমিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

পূজা মণ্ডপ ও ইউনিয়ন পূজা কমিটির প্রতিনিধিরা নিরাপত্তা ও আয়োজনে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে এএসপি সোহানুর রহমান সোহাগ জানান, পূজার নিরাপত্তায় প্রশাসন আগেভাগেই পরিকল্পনা হাতে নিয়েছে এবং তা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, “সরকারি পরিকল্পনা পূজা কমিটির নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গতবারের মতো এবারও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা পাওয়া যাবে, বরং সম্মিলিতভাবে আরো বেশি সহযোগিতা হবে। সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং এখন থেকেই মাঠে সক্রিয় রয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর