খাবারে কেমিক্যাল ও পাম অয়েল: চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা


নিউজ ডেস্ক: খাবারে প্রাকৃতিক মশল্লার ব্যবহার না করে অনুমোদনহীন কেমিক্যাল ও কেওড়া জল মেশানোর অভিযোগে কাচ্চি ডাইনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাম অয়েল ব্যবহারে কেএফসিকে ২০ হাজার ও পচা ফলের জুস বিক্রি করায় কেন্ডিতে জরিমানা করা হয়েছে ৩০ হাজার।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।

তিনি জানান, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবারকে অতি সুস্বাদু ও মুখরোচক করতে কাচ্চি ডাইন খাবারে কেওড়া জল ব্যবহার করছে। যেটি মোটেই উচিত নয়। এ কারণে কাচ্চি ডাইনের জিইসি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আমরা কেএফসি জিইসি শাখাকে নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া ভোক্তাদের অজান্তে সব খাবারে পাম অয়েল তেল ব্যবহার করার জন্য সতর্ক করেছি। পাশাপাশি জুস কর্ণারে বাসি ফল ব্যবহার করার দায়ে কেন্ডিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোট তিনটি খাবার প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তাধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

 


Related posts

কোতোয়ালী থানা আলকরণ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

Chatgarsangbad.net

কে ভিসানীতি দিল এ নিয়ে শেখ হাসিনার মাথাব্যথা নেই : কাদের

Chatgarsangbad.net

সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি

Chatgarsangbad.net

Leave a Comment