আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক: বাঁচার-মরার লড়াইয়ে শেষ হাসিটা বাংলাদেশই হাসল। আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপ টি-টোযেন্টিতে টিকে রইল লিটন-মোস্তাফিজরা। সুপার ফোরে যাওয়ার পথেও এগিয়ে রইল লাল-সবুজের দলটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় লিটন দাসরা।

এদিন দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন ওপেনার তানজিদ হাসান। ৩১ বল থেকে তিনটি ছক্কা ও চারটি চারের মারে ৫২ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন আরেক ওপেনার সাইফ হাসান।

এছাড়া মিডল ওর্ডারে নেমে তৌহিদ হৃদয় ২৬, শামীম হোসাইন ১১ এবং জাকের আলী ও নুরুল হাসান দুজনেই ব্যক্তিগত ১২ রান নিয়ে অপরাজিত থাকেন।

অন্যদিকে আফগান বোলারদের পক্ষে রশীদ খান ও নূর আহমাদ দুটি করে উইকেট শিকার করেন। বাংলাদেশের অন্য উইকেটটি নেন আজমতুল্লাহ ওমরজাই।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬-এ থেমে যান আফগানরা। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেন তারা। ফলে ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টাইগারদের পক্ষে এই ম্যাচে বল হাতে সর্বোচ্চ তিনজন আফগান ব্যাটারকে সাজঘরে পাঠান বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিশাদ হোসাইন।

আজকের ম্যাচে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার ঝুলিতে পোরেন টাইগার ওপেনার তানজিদ হাসান। এছাড়া চার ওভার বল করে মাত্র ১১ রান খরচায় দুটি উইকেট নিয়ে পুরস্কৃত হন নাসুম হাসানও।

 


Related posts

পশ্চিম রায়জোয়ারা যুব সমাজের উদ্যোগে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন কক্সবাজারের এক নারী

Mohammad Mustafa Kamal Nejami

আজ আন্তর্জাতিক পর্বত দিবস

Chatgarsangbad.net

Leave a Comment