ক্রীড়া ডেস্ক: বাঁচার-মরার লড়াইয়ে শেষ হাসিটা বাংলাদেশই হাসল। আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপ টি-টোযেন্টিতে টিকে রইল লিটন-মোস্তাফিজরা। সুপার ফোরে যাওয়ার পথেও এগিয়ে রইল লাল-সবুজের দলটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় লিটন দাসরা।
এদিন দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন ওপেনার তানজিদ হাসান। ৩১ বল থেকে তিনটি ছক্কা ও চারটি চারের মারে ৫২ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন আরেক ওপেনার সাইফ হাসান।
এছাড়া মিডল ওর্ডারে নেমে তৌহিদ হৃদয় ২৬, শামীম হোসাইন ১১ এবং জাকের আলী ও নুরুল হাসান দুজনেই ব্যক্তিগত ১২ রান নিয়ে অপরাজিত থাকেন।
অন্যদিকে আফগান বোলারদের পক্ষে রশীদ খান ও নূর আহমাদ দুটি করে উইকেট শিকার করেন। বাংলাদেশের অন্য উইকেটটি নেন আজমতুল্লাহ ওমরজাই।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬-এ থেমে যান আফগানরা। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেন তারা। ফলে ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টাইগারদের পক্ষে এই ম্যাচে বল হাতে সর্বোচ্চ তিনজন আফগান ব্যাটারকে সাজঘরে পাঠান বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিশাদ হোসাইন।
আজকের ম্যাচে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার ঝুলিতে পোরেন টাইগার ওপেনার তানজিদ হাসান। এছাড়া চার ওভার বল করে মাত্র ১১ রান খরচায় দুটি উইকেট নিয়ে পুরস্কৃত হন নাসুম হাসানও।