আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সৈয়দ শরীফুল আনোয়ার হাফেজ নগরীর চেহলাম সম্পন্ন


আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফের পীর, শাহছুফি মাওলানা সৈয়দ ফজলুল হক (ক.) শাহাজাদা, মাসিক “বরুমতির বাঁকে”র প্রকাশক, মাওলানা সৈয়দ মিনহাজুর রহমানের পিতা, গাউছিয়া বায়তুল আনোয়ার মঞ্জিলের সাজ্জাদানশীন, পীরে তরিকত মাওলানা শাহছুফি সৈয়দ শরীফুল আনোয়ার হাফেজনগরী (রহ.)‘র চেহলাম সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফে অনুষ্ঠিত হয়।

গত ১২ সেপ্টেম্বর সকাল থেকে খতমে কোরআন, মিলাদ, ছেমা মাহফিল, জিকির, কাওয়ালী অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বারো হাজার ভক্ত মুরিদানদের খাবারের আয়োজন করা হয়।

এ সময় তাঁর জীবনী নিয়ে ভক্তবৃন্দ ব্যাপকভাবে আলোচনা করেন সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীল ছৈয়দ তৌহিদুল আনোয়ার, ছৈয়দ শহিদুল আনোয়ার, ছৈয়দ ফরিদুল আনোয়ার, ছৈয়দ জুনাইদুল আনোয়ার, ছৈয়দ শফিউল আনোয়ার, ছৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, বারিয়া দরবার শরীফের পীরে কামেল বদরুদোজা বারী, পীরে কামেল মাওলানা সমশুদোহা বারী, পীরে কামেল ছৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী, শাহজাদা ছৈয়দ আসিফ নঈম উদ্দীন আহমেদ, শাহজাদা সাইফুল ইসলাম বারী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর