আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাফেজনগর দরবারের পীর সৈয়দ শরীফুল আনোয়ারের ইন্তেকাল, দাফন সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চট্টগ্রাম চন্দনাইশের সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফের পীর, হযরত শাহছুফি হাফেজ মাওলানা সৈয়দ ফজলুল হক (প্রকাশ মেজমিয়া)র মেজ শাহাজাদা ও মাসিক “বরুমতির বাঁকে”র প্রকাশক মাওলানা সৈয়দ মিনহাজুর রহমান এমএসএস-এর পিতা, গাউছিয়া বায়তুল আনোয়ার মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে তরীকত হযরত শাহছুফি মাওলানা সৈয়দ শরীফুল আনোয়ার হাফেজনগরী ১২ রবিউল আউয়াল, ৬ সেপ্টেম্বর, শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু মুরিদ-ভক্ত ও আত্মীয় স্বজন রেখে যান।

৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে চট্টগ্রাম শহরে প্রথম ও ৭ সেপ্টেম্বর রোববার বাদে জোহর চন্দনাইশের হাফেজনগর দরবার শরীফ প্রাঙ্গণে দ্বিতীয় যানাজার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

যানাজায় ইমামতি করেন মরহুম হুজুরের একমাত্র পুত্র মাওলানা সৈয়দ মিনহাজুর রহমান হাফেজনগরী। যানাজায় দেশের বিভিন্ন দরবার শরীফের পীর-শাহজাদা, বহু উলামা- মশায়েখসহ অসংখ্য মুসল্লী অংশ গ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর