চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: চট্টগ্রামের নাসিরাবাদ ২ নম্বর গেট এলাকায় বাস চাপায় তানজিবা সাইফুল তিশমা (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিশমা রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থী তিশমা বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম কধুরখীল লালার দীঘি পাড় এলাকার খলিল খলিফার বাড়ির মো.সাইফুল ইসলাম মানিকের একমাত্র মেয়ে। তিনি হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের বিএ ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিশমা নগরীর মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন। পড়ালেখার পাশাপাশি একটি কোচিং সেন্টারে চাকরি করতেন তিশমা।

রবিবার দুপুরে তিনি কোচিং সেন্টারের কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিশমার চাচাতো ভাই মো. আসিফ।


Related posts

শ্রীলঙ্কার পথে বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘প্রত্যয়’

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রামে আদালত চত্বরে আন্দোলনকারীদের অবস্থান

Chatgarsangbad.net

আনোয়ারায় মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে জরিমানা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment