রামু ৩০ বিজিবি কর্তৃক পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার।। বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের দুটি বিশেষ টহলদল রাবার ডেম ও গোয়ালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা সহ ৩ মাদক কারবারি কে আটক করেছে । আটককৃতদের মধ্যে দুইজন মহিলা মাদক কারবারি রয়েছে। জানা যায়, শুক্রবার ২৫ জুলাই দুপুর ২ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল কর্তৃক রাবার ডেম চেকপোষ্টে একটি সন্দেহজনক সিএনজি আটক করা । যাত্রী ইমরান (২২), পিতা- আব্দুর রহিম, গ্রাম- লেংগার বিল, ডাকঘর- মরিচ্যা, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তাঁর হাতে থাকা ব্যাগের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় *৯০,০০,০০০/- টাকা মূল্যের ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।অপরদিকে একই দিন রাত ৮ টা ৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল কর্তৃক গোয়ালিয়া চেকপোষ্টে একটি সন্দেহজনক ইজিবাইক আটক করা হয়। যাত্রী (ক) তৈয়বা আক্তার (৩৯), স্বামী- মোকতার আহম্মদ, গ্রাম- তুলাতলী, ডাকঘর-গর্জনীয়া, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান এবং (খ) এফডিএমএন দিলবার খাতুন (৩২), স্বামী- নুর আলম, গ্রাম- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-০১, ব্লক এ-১, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় *১,৫০,০০,০০০/- টাকা মূল্যের ৫০০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র অধিনায়ক, লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় আজ পৃথক ২ টি অভিযান পরিচালনা করে ৮০ পিস বার্মিজ ইয়াবাসহ ০৩ জন মাদক কারবারে কে আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Related posts

চন্দনাইশে সম্পত্তি লিখে না দেয়ায় অসুস্থ বৃদ্ধ পিতাকে হত্যার চেষ্টা, গ্রেফতার ২

Mohammad Mustafa Kamal Nejami

খুনের মামলায় সাবেক এমপি লতিফের দুই দিনের রিমান্ড

Chatgarsangbad.net

শিকলবাহায় ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষীক সম্মেলন

Chatgarsangbad.net

Leave a Comment