চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে কৃষকদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপি এই কংগ্রেস চন্দনাইশ উপজেলা পরিষদের হলরুমে আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং প্রোগ্রামের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক রঘুনাথ নাহা। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আজাদ হোসেন।
উপজেলা উপ-সহকারি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফসহ কৃষক, শিক্ষক, সাংবাদিক ও এনজিও কর্মী প্রমুখ।
অনুষ্ঠানের শেষে কৃষকদের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।
Leave a Reply