আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্ভোগের সড়কে রজায়ী দরবারের স্বস্তির ছোঁয়া


আমজাদ হোসেন, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈখাইন-চামুদরিয়া সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে ছিল চরম দুর্ভোগের প্রতীক। শাহ্ আলী রজা (রহ.) কানেকটিং এই সড়কটি ছোট-বড় অসংখ্য গর্তে ভরা থাকায় চলাচলে ঘটেছে বারবার ভোগান্তি, ঘটেছে দুর্ঘটনাও। এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন—এই সড়ক যেন ধান রোপণের জমি!

নেতা আসে, নেতা যায়—কিন্তু সড়ক সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী। তিনি নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজ শুরু করেছেন।

এই মানবিক পদক্ষেপে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ। স্থানীয়দের মতে, “যাঁরা দায়িত্বে আছেন তাঁরা শুধু আশ্বাস দিয়েছেন। বাস্তব কাজ করে দেখালেন রজায়ী দরবারের পীরজাদা।”

এ বিষয়ে পীরজাদা খোরশেদ উল্লাহ রজায়ী বলেন, “আমি মানবিক কাজ করতে ভালোবাসি। মানুষের উপকারে আসাটাই আমার কাছে বড়। কে কি বলবে, কে প্রশংসা করবে না করবে—এগুলো আমার দেখার দরকার নেই। আল্লাহ ও মানুষের সন্তুষ্টিই আমার কাছে মুখ্য।”

প্রতিদিনের মতো এ সড়কে এখন স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে। সংস্কার কাজ চলমান থাকলেও দৃশ্যমান উন্নতিতে এলাকাবাসী পেয়েছেন স্বস্তির নিঃশ্বাস। এই উদ্যোগ যেন সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে—এমনটাই প্রত্যাশা সকলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর