বন্দুকধারীদের গুলিতে মেক্সিকোতে ৬ পুলিশ কর্মকর্তা নিহত


মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে বন্দুকধারীদের গুলিতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এদের মধ্যে একজন পরে মারা যান।

জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল এটিকে কাপুরুষোচিত হামলা হিসেবে আখ্যা দিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে জাকাতেকাসে সহিংসতা বেড়েছে। রাজ্যটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান হয়। এ নিয়ে স্থানীয় সিনালোয়া এবং জালিস্কো নিউ জেনারেশন গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

গত জানুয়ারিতেও জাকাতেকাস রাজ্যের গভর্নরের প্রাসাদের সামনে পরিত্যক্ত একটি গাড়িতে ১০টি মরদেহ পাওয়া যায়।


Related posts

আর্টিভিজম অ্যাগেইনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট: YDSB পক্ষ থেকে বিশেষ ওয়ার্কশপের আয়োজন

Md Maruf

বিটিসিএল ও গ্রামীনফোনে আইআইইউসির ইটিই বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সম্পন্ন

Chatgarsangbad.net

আনোয়ারায় ৪০০ একর জমিতে হবে মুক্ত বাণিজ্য অঞ্চল: বিডা চেয়ারম্যান

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment