উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন


আরফাত হোসেন: চট্টগ্রামের উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র আয়োজনে ঈদুল আযহা উপলক্ষে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১০ জুন (মঙ্গলবার) দুপুরে উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট সংলগ্ন রাহী ভিলেজে এ ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলী চেয়ারম্যান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা নাছির উদ্দীন ও শামসুল ইসলাম বাবলু মেম্বার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেছেন, বিএনপিকে নিয়ে সবসময় যে ষড়যন্ত্র হয়েছে তা আর কোনো দলকে নিয়ে হয়নি। এত ষড়যন্ত্র, দমন, নিপিড়ন নির্যাতন চালানোর পরেও নেতাকর্মীদের রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও পালিয়ে যায়নি।

কিন্তু আওয়ামীলীগের নেত্রী সবসময় নেতকর্মীদের রেখে দিল্লিতে পালিয়ে গেছে। তিনি আরো বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি আবারো ক্ষমতায় আসবে। বিএনপি সরকার গঠন করলে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। গত ১৬টি বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্মম অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ছিল ঠিক তেমনি এ দেশকে রক্ষা করতে বিএনপির সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


Related posts

চন্দনাইশে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২

Chatgarsangbad.net

পটিয়া প্রেসক্লাবের ৪ যুগপূর্তী পালনে সপরিবারে কক্সবাজার

Chatgarsangbad.net

গুলজার টাওয়ার দোকান মালিক বণিক কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment