বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদে চট্টগ্রামস্থ অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক আবু তালেব বেলালের নিজ বাসভবনে আওলাদে রাসূল (দ:) হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ ও তার প্রয়াত মুরুব্বিদের ইছালে সাওয়াব উপলক্ষে ডাক্তার মাফজাল আহমদ চম্পা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র খতমে কুরআন, বারবী শরীফ ও হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:) জীবনী শীর্ষক আলোচনা সভা ও ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন (সোমবার) দুপুরে অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আবদুর রহিম আনসারী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. আবদুর রহিম, অধ্যাপক কাজী আমিনুল্লাহ, মাওলানা সিরাজুল হক চৌধুরী, উপাধ্যক্ষ আহমদ হোসাইন জিহাদী, এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন, ডাক্তার মাফজাল আহমদ চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবু বক্কর, মাওলানা নুরুল ইসলাম আল-কদেরী, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন।
আলোচনায় অংশ নেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার প্রচার সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী শুভ, কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জোয়ারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, ইসলামী ফ্রন্ট নেতা মো. আবদুল আজিজ, মাওলানা আবদুর রহমান, মাওলানা হাবিবউল্লাহ, মাওলানা মোস্তাক, ছত্রসেনা নেতা মো. রাজিব রিফাত, মো. শাহাদাত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহিম আনসারী।
Leave a Reply