চন্দনাইশে লাইসেন্স ছাড়া-মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে লাইসেন্স ছাড়া ও মেয়াদ উত্তীর্ণ পশুখাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২১ মে) বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্স না থাকার পরও কয়েকটি প্রতিষ্ঠান পশুখাদ্য বিক্রি করে আসছিল। এমন অভিযোগ পেয়ে উপজেলার বদুর পাড়া রাস্তার মাথা ও রওশন হাট নামার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা প্রাপ্তরা হলেন, বিসমিল্লাহ পোল্ট্রি ফিড সেন্টারকে ২০ হাজার টাকা ও হযরত জোহাদিয়া পোল্ট্রি ফিড আ্যন্ড ফিস ফিড সেন্টারকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের সব পশু খাদ্যের দোকানের মালিককে লাইসেন্স করতে হবে। লাইসেন্স না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন–উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সাল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হকসহ চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা।


Related posts

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা শাখার অভিষেক সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে হাঁপানি ও শ্বাসকষ্ট জনিত কারণে এক কিশোরের মৃত্যু

Chatgarsangbad.net

‘উন্নত ও মানবিক জাতি গঠনে ভূমিকা রাখছে আইআইইউসি’

Chatgarsangbad.net

Leave a Comment