পেকুয়া প্রতিনিধি : পেকুয়ায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩ মে সন্ধ্যায় মগনামা সাতঘরপাড়া স্টেশনে এ মানববন্ধন করে। স্থানীয় সুত্রে জানা যায়, ১ মে রাত আড়াইটার দিকে বোর্ডিংপাড়া এলাকার বাসিন্দা আশরাফ হোসেনের বসতবাড়িটি পুড়িয়ে দেয় প্রতিপক্ষগণ। এ ঘটনার একদিন আগে আশরাফ হোসেন লবণের মাঠে কাজ করার সময় প্রতিবেশী আজবাহার বেগম প্রকাশ বুলুর আত্মীয় স্বজনের মারধরের শিকার হন। পরে আহত অবস্থায় তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
এ ঘটনায় আজবাহার বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আশরাফকে গ্রেপ্তার করে। স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান, এ ঘটনায় তারা হতবাক। আগুন নেভাতে আসা এলাকাবাসীকেও বাধা দেয় আজবাহার। মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন-একদিকে আশরাফকে জেলে পাঠানো হয়েছে। অপরদিকে তার মাথা গোজার শেষ আশ্রয়টুকুও পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল আশরাফের পরিবারকে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা । বক্তারা বলেন আজবাহার বেগম মহিলা দলের নেত্রী পরিচয় দিয়ে আত্মীয় স্বজনকে হয়রানী সহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে জানান। আজবাহারে আপন ভাই বলেন মিথ্যা মামলা থেকে তার আপন ভাই,আপন বোন ও ভাবিও রেহাই পাইনি।
তার ভাই আরও বলেন আমাকে আজবারের কথায় আমি ঘর জালিয়ে না দেওয়ায় আমাকেও মামলার হুমকি দিচ্ছে।বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য যে, ইতিপূর্বে আজবাহার বেগম গং বাদী হয়ে আশরাফ ও মিজানকে আসামী করে দুটি মিথ্যা মামলা রুজু করে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডিং ও সাতঘরপাড়া সমাজ কমিটির সভাপতি রানা চৌধুরী, ইউপি সদস্য নুর মোহাম্মদ, মসজিদের সাবেক সভাপতি আলিমুল্লাহ, বাজার কমিটির সভাপতি আবুল কালাম মানিক, বাজার কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, সেতারা বেগম, রেজিয়া বেগম, জমির উদ্দিন প্রমুখ।
Leave a Reply