আজ ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নত করার দাবীতে মানববন্ধন


অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে আন্তর্জাতিক মানে ৬ লেনে উন্নত করার দাবীতে মানববন্ধন সমাবেশে অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ৩ টায় বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব চত্তরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে আন্তর্জাতিক মানে ৬ লেনে উন্নত করার দাবীতে আয়োজিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য প্রফেসর মোঃ মূসা খান।

চট্টগ্রাম সমিতি ঢাকার নব-নির্বাচিত সদস্য সচিব ডেপুটি এটর্ণি জেনারেল ফরিদ উদ্দিন খান এর পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির নব-নির্বাচিত আহ্বায়ক ৯০ এর ছাত্র নেতা এম.এ হাশেম রাজু, রাজনীতিবিদ যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন মিজান, রাজনীতিবিদ এড. নাজিম উদ্দিন, রাজনীতিবিদ নাসির উদ্দিন, রাজনীতিবিদ মোঃ ইসমাইল হোসাইন, ইঞ্জিনিয়ার মোঃ লোকমান, চট্টগ্রাম সমিতির সম্মানিত সদস্য রাজনীতিবিদ মোঃ নাদিম চৌধুরী, রাজনীতিবিদ মঞ্জুর মোর্শেদ মামুন, সাংবাদিক মোঃ আবু তৈয়ব, এস এম ফরিদ, আব্দুল ওয়াহেদ, জহির উদ্দিনসহ প্রমুখ।

বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কটি আন্তর্জাতিক মানের ৬ লেনে উন্নত করণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মোঃ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করেন। যোগাযোগ উপদেষ্টা ইতিমধ্যে ৬ লেনে উন্নত করণের ঘোষনা দিয়ে আজ পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। স্বাধীনতার পর থেকে এই চট্টগ্রাম থেকে রাজস্ব আয় ১০০% এর মধ্যে ৮০% জোগান দিয়ে আসছে। অথচ চট্টগ্রামের উন্নয়নের বিষয়ে কোন সরকার কার্যকর কোন পদক্ষেপ নেননি। আজ চট্টগ্রাম অবহেলিত। বিশ্বের প্রধান সমুদ্র সৈকত কক্সবাজার। আর সেই সমুদ্র সৈকতে যাওয়া আসার একমাত্র রাস্তা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কটি। এই সড়কটির অধিকাংশ এলাকা আঁকাবাকা ফলে অধিকাংশ সময়ে শত শত প্রান ঝড়েছে। কক্সবাজারের লবনাক্ত গাড়িগুলোর লবনাক্ত পানি পড়ে রাস্তা পিছল হয়ে যায়। তার কারনে দূর্ঘটনা প্রতিনিয়ত হয়ে আসছে। আমাদের বক্তব্য সুস্পষ্ট আগামী ৩০ তারিখের মধ্যে ক্যাবিনেটের মিটিংয়ে ৬ লেনের উন্নত করার ঘোষনা না দিলে প্রধান উপদেষ্টার অভিমূখে লংমার্চ শুরু হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর