ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বরমায় সমাবেশ ও মানববন্ধন


স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনির ইসরাইলের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ৭ এপ্রিল সোমবার সকালে চন্দনাইশ উপজেলার বরমায় এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশ নেন।

বরমা কলেজ, মাদরাসা ও স্কুলের সংযোগস্থলস্থ বরমা এডুকেশন স্কয়ারে সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আবু তাহের, অধ্যাপক জসীম উদ্দীন চৌধুরী, অধ্যাপক আনিছুল মালেক, অধ্যাপক মুজিবুল হক চৌধুরী, অধ্যাপিকা সালমা আহসান, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক মোহাম্মদ মোরশেদ, অধ্যাপক দেবানন্দ বসু, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক শাকিল আহমদ, বরমা ধামাইরহাট জামে মসজিদের খতিব মাওলানা কাজী আহমদ হোসাইন, সেবন্দী জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনি, নূর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরমা ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক জসীম উদ্দীন, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বরমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব কামাল উদ্দীন তালুকদার, বরমা ইউনিয়ন জামায়াতের আমির আতহার হোছাইন, এলডিপি নেতা সাইফুল আলম, লাব্রেরিয়ান সৈয়দ মোহাম্মদ আশেকুল ইসলাম, মনজুর আলম, আবুল ফয়েজ, আবদুল কদিম, রফিকুল ইসলাম, সৈয়দ ফরমান উল্লাহ, সৈয়দ সাইফ্দ্দুীন জাফর, ব্যবসায়ী নেতা মোহাম্মদ রাসেল, শ্রমিক নেতা সেলিম উদ্দীন প্রমুখ।

বক্তরা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে নির্বিচারে যে গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসের নজিরবিহীন। ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে হত্যা করছে, শিশুরা পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না। তারা অবিলম্বে এই হত্যাকান্ড বন্ধ এবং গাজাবাসীদের সহায়তায় এগিয়ে আসার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান। বক্তারা ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবী করেন।


Related posts

আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

Chatgarsangbad.net

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন এমপি নদভী

Chatgarsangbad.net

চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদককে ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দনাইশ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment