অন্যান্য

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইঁট ভাটায় প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা


আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ইঁট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। সরকারি নির্দেশ অমান্য করে ইট ভাটার কার্যক্রাম পরিচালনার দায়ে এ জরিমানা আদায় করা হয়।বুধবার (৫ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার ঘুমধুমে অবৈধ ইঁট ভাটায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে ইটভাটা মালিককে সর্তক করেন (ইউএনও)।জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে মেসার্স এএসফি ব্রিক ফিল্ডের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ এবং বান্দরবান পরিবেশ অধিদপ্তর।


Related posts

রাঙ্গুনিয়ায় দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড

Md Maruf

জনস্বার্থে বাস ভাড়া নির্ধারণ করলেন সাতকানিয়া উপজেলা প্রশাসন

Md Maruf

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার

Md Maruf

Leave a Comment