বান্দরবান এপেক্স ক্লাব অব সাঙ্গুর খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বান্দরবান রেইছা পঞ্চ বুদ্ধ অনাথ আশ্রমে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব সাঙ্গু’র খাদ্য সামগ্রী (চাউল, ডাল, আদা, মরিচ, পিঁয়াজ, রসুন, সয়াবিন তৈল, ডিম, আলু ) বিতরণ করা হয়েছে।

উক্ত সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপে. সুপঙ্কর বড়ুয়া, সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, জেলা গভর্নর -৩ এপে. সৈয়দ মিয়া, অতীত জেলা গভর্নর এপে. কামাল পাশা, ক্লাব প্রেসিডেন্ট এপে. বিরুলাল তঞ্চঙ্গা, সদ্য অতীত সভাপতি এপে. উনিলা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন , সেকেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর এপে. মো. শহিদুল ইসলাম মাস্টার, এপে. আবুল কালাম আজাদ, ইয়াসিন আরাফাত,এপে. ক্যাসিওং মারমা, এপে. দীপেন নাথ প্রমূখ।


Related posts

কর্ণফুলীতে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ৭ গুর্ণীজনের স্মরণ সভা সম্পন্ন

Chatgarsangbad.net

বাগীশিক- চন্দনাইশ উপজেলার সম্মেলন সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি এর রোগমুক্তি কামনায় কৃষক লীগের দোয়া মাহফিল

Chatgarsangbad.net

Leave a Comment