আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ৭ গুর্ণীজনের স্মরণ সভা সম্পন্ন


ওসমান হোসাইন,কর্ণফুলী:

শুক্রবার (১৯ আগস্ট) ঐতিহ্যবাহী কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ মিলায়তনে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে শিক্ষক আব্দুস সাত্তার মাষ্টার, আবু তাহের মিয়া, মোঃ শামসুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুল লতিফ, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ ইসমাইল চৌধুরী, মনির তালুকদারসহ ৭ গুর্ণীজনের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও স্মরণসভা উদযাপন কমিটি আহবায়ক মোহাম্মদ হাশেম এর সভাপতিত্বে, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিচ চৌধুরী ও সাংবাদিক ও সংগঠক ওসমান হোসাইন সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:মোজাহিদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী,সাবেক সহ-সভাপতি এম.এন.ইসলাম, সরকারী সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মো:নজরুল ইসলাম টুকু, হাসিনা জামাল মহিলা মাদ্রাসার প্রভাষক মো:জসীম উদ্দীন,পুলিশ পরিদর্শক মুহাম্মদ আব্দুল কাইয়ুম,ও কর্ণফুলীর নারী জাগরনের অগ্রদূত ও সহ সভাপতি মর্জিনা আকতার মর্জু।

এতে বক্তব্য রাখেন, অধ্যাপক রফিক উদ্দীন সিদ্দিকী, মোহাম্মদ আলী,বদিউল আলম,এস.এম.হোসাইনী আকবর চৌধুরী,আব্দুল হালিম, মুহাম্মদ আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার হাসমত আলী,আসফাক উদ্দিন হিরো,মুহাম্মদ সেলিম উদ্দিন,ছাবের উদ্দিন।

শোকহত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ লুৎফুর রহমান,ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারসিত,মোহাম্মদ জাহেদ মঞ্জু প্রমূখ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর