মাটি খেকোদের বিরুদ্ধে সাতকানিয়ায় ব্রাহ্মণ আদালতের অভিযান


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>>মাটি খেকোদের বিরুদ্ধে সাতকানিয়ায় ব্রাহ্মণ আদালতের অভিযান চট্টগ্রাম সাতকানিয়ায় প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা,গাড়ি জব্দসহ নানাবিধ প্রচেষ্টা এবং উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই সাতকানিয়া উপজেলা জুড়ে মাটি খেকোদের অপতৎপরতা।দিনের বেলা সুবিধা করতে না পেরে ইটভাটায় মাটি বাড়ি নির্মাণের জন্য মাটি সরবরাহ করার জন্য গভীর রাতকে বেছে নিয়েছে মাটি খেকোরা।তবে খবর পেয়ে গভীর রাতে পৌঁছে গেছে ভ্রাম্যমাণ আদালত,তার উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।রবিবার ৫ জানুয়ারী রাত ১১ হতে রাত তিনটা পর্যন্ত,উপজেলার কেঁওচিয়া, নলুয়া ও সাতকানিয়া সদর ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন,উপজেলা নির্বাহী অফিসার,ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) মিল্টন বিশ্বাস।অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরাও সার্বিক সহযোগিতা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মিল্টন বিশ্বস বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া,লনলুয়া ও সাতকানিয়া সদর ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর আটক করা হয়।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Related posts

বাকলিয়ায় জোড়া খুন: সন্ত্রাসী সাজ্জাদ-তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা

Chatgarsangbad.net

সাতকানিয়াকে স্মার্ট উপজেলায় রূপান্তর করতে চান নুরুল আবছার চৌধুরী

Chatgarsangbad.net

চন্দনাইশে ৭ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪: নোহা গাড়ী জব্দ

Chatgarsangbad.net

Leave a Comment