ঘুমধুমে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা বৃদ্ধের বাম পায়ের গোড়ালি উপড়ে গেছে!


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা বৃদ্ধের বাম পায়ের গোড়ালি উপড়ে গেছে।৮ নভেম্বর(শুক্রবার) জুমার নামায পরবর্তী উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাজাবনিয়া পাড়াস্থ জিরো লাইনের এপারে কবরস্থানের পাশে এ ঘটনা ঘটেছে।

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের জিরো লাইনের বিভিন্ন জায়গায় পুঁতে রাখা এসব মাইন প্রায়শ: বিস্ফোরণের ঘটনা ঘটে।সেসব মাইন বিস্ফোরণের কবলে পড়ে বৃদ্ধ রোহিঙ্গাটিও পা হারালো। জুমার নামাজ পরবর্তী হঠাৎ বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পায় এক বৃদ্ধ উক্ত স্থানে কাতঁরাচ্ছে। স্থানীয়রা উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

আহত ব্যক্তির নাম লেডু(৬৫)। তিনি টিভি টাওয়ার সংলগ্ন ক্যাম্প ৭’র রোহিঙ্গা বলে জানা গেছে।কিন্তু সে বিগত কয়েক বছর ধরে জিরো লাইন সংলগ্ন জায়গায় সবজির আবাদ করে আসছিলেন।প্রতেক্ষ্যদর্শী যুবক সাইফুল ইসলাম ও নুরুল আবসার জানান,জুমার নামাযের পর জিরো লাইনের কাটা তাঁরের পাশে কবর জিয়ারত করতে যান লেডু।তখনিই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।


Related posts

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ৮৪তম জন্মদিন পালিত

Chatgarsangbad.net

চন্দনাইশে বন‍্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ফ‍্যামেলি কিট বিতরণ

Chatgarsangbad.net

মহেশখালীতে হাবীব-জয়নাল-কুদ্দুসের লড়াই, সরেছেন ২ প্রার্থী

Chatgarsangbad.net

Leave a Comment