রাঙ্গুনিয়ায় চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স এর দূর্ঘটনা জনিত প্রবাসীকে চিকিৎসা চেক প্রদান

রাঙ্গুনিয়ায় চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স

 

মুহাম্মদ শাহজাহান করিম গত ফেব্রুয়ারি মাসে রাঙ্গুনিয়ায় চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড রানীরহাট ব্রাঞ্চে একটি নিজের জন্য স্বাস্থ্য বিমা করে প্রবাসে চলে যায়। তিনি প্রবাসে থাকা অবস্থায় ৭হাজার ৫০০টাকা বীমা পলিসি পরিশোধের পর ৩মাসের মধ্যে একটি দূর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা নিয়ে দেশে আসেন। কোম্পানির শর্ত অনুযায়ী তাঁর চিকিৎসার যাবতীয় ডকুমেন্টস দাখিলের একসপ্তাহ’র মধ্যে বীমা অংকের ২০% ২৯ হাজার ৪৪ টাকা’র স্বাস্থ্য সুরক্ষা বীমা’র চেক প্রদান করা হয়।

মঙ্গলবার(৫ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট কোম্পানির ব্রাঞ্চ অফিসে কিচ অফ সেশন অফ দ্যা ব্রাঞ্চ এন্ড বিজনেস ডেভেলপমেন্ট মিটিং-এ গ্রাহক শাহ জাহান করিমের হাতে চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চার্টার্ড লাইফ ইন্সুইরেন্সের চট্টগ্রাম সেলস অফিসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক জাহিদ।

অনুষ্ঠান রানীরহাট ব্রাঞ্চ ম্যানেজার মুহাম্মদ ওসমান গনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অফিসের সেইস ম্যানেয়া আরিফুর রহমান ভূইয়ান, রাঙ্গুনিয়ার এসিস্ট্যান্ট সেইস ম্যানেজার মীর জোবাইদুল ইসলাম রনি।

বক্তব্য দেন, ইউএম জাহেদুল ইসলাম, সাজাউর রহমান, রহিম উদ্দিন জনি, এফএ মুহাম্মদ ইকবাল হোসেন, আইনুল ইসলাম, আবুল বশর, আকবর আলী, স্থানীয় মমতাজুল হক কোম্পানি প্রমুখ।

রাঙ্গুনিয়া প্রতিনিধি


Related posts

পতেঙ্গায় ৪১ বছর পর জমির মালিকানা বুঝে পেয়েছেন প্রকৃত মালিক

Chatgarsangbad.net

অবশেষে রাঙামাটির ৩২ ঘন্টার হরতাল প্রত্যাহার

Chatgarsangbad.net

চন্দনাইশে ৫২ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment