চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চন্দনাইশ থানার ওসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা অক্টোবর মঙ্গলবার বিকেলে বৃষ্টিজনিত কারণে থানার ওসির কার্যালয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এসময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপস্থিত বক্তাদের বিভিন্ন বিষয়াদি এবং সমস্যা নিয়ে মতবিনিময় শেষে উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে সকল পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার জন্য ঊর্ধ্বতনের নির্দেশনানুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবরকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ওসি ইমরান আল হোসাইন।


Related posts

চন্দনাইশে ইটভাটায় ফের মোবাইল কোর্ট

Chatgarsangbad.net

চট্টগ্রাম নতুন ব্রীজ এলাকায় সংঘর্ষ, আহত ২

Chatgarsangbad.net

বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কমিটিতে আব্দুল্লাহ্ আল তৈয়ব উপ আইন সম্পাদক

Chatgarsangbad.net

Leave a Comment