আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ইটভাটায় ফের মোবাইল কোর্ট


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশে ইটভাটায় সমুহে আইন না মানার যেন প্রতিযোগিতা চলছে। জ্বালানী হিসেবে পোড়ানো হচ্ছে কাট। আইন অবজ্ঞার মহোৎসব চলছেই। তবে, প্রশাসনও থেমে নেই, চালিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

২৯ জানুয়ারি রোববার বিকেল-সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার আদালত কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় “বিসমিল্লাহ্ ব্রিকস” ও “বারআউলিয়া ব্রিকস” নামক দু’টি ইটভাটাকে ২ টি মামলার মাধ্যমে ষাট হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর কাঠ ব্যবহার করবে না মর্মে মুচলেকা নিয়ে প্রথমবারের মতো ছেড়ে দেয়া হয়েছে। মোবাইল কোর্টের এ ধারা অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর