সাতকানিয়ায় তিনটি বেসরকারি হাসপাতালসহ একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২১ হাজার টাকা জরিমানা


মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়াঃ চট্টগ্রামের সাতকানিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে জরিমানা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান ছিদ্দিকী।

আরও পড়ুন সাতকানিয়ায় সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন ৪ হাজার ছাড়িয়েছে

বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলার কেরানীহাটে অবস্থিত মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ও লাইসেন্স নবায়ন না করার দায়ে অল কেয়ার হাসপাতালকে ৩ হাজার টাকা, হেলথ কেয়ার হাসপাতালকে ৪ হাজার টাকা, রাবেয়া মেমোরিয়াল হাসপাতাল কে ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের দায়ে মা-শিশু জেনারেল হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, কেরানীহাটে অবস্থিত আরো কয়েকটি হাসপাতালকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে দিকনির্দেশনা দেওয়া হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে এরকম অভিযান অব্যাহত থাকবে।


Related posts

আনোয়ারায় ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

Chatgarsangbad.net

নারী উদ্যোক্তা উন্নয়নে চট্টগ্রামে এসএমই ফাউন্ডেশনের সহযোগীতায় সিডাব্লিউসিআইয়ের প্রশিক্ষণ

Chatgarsangbad.net

মিরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি খুন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment