বাঘাইছড়িতে বন্যার পানিতে স্কুলছাত্র নিখোঁজ


অনলাইন ডেস্কঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পৌর এলাকার বাঘাইছড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্কুলছাত্রের নাম কৃত্বিত চাকমা। সে বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে এবং বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

আরও পড়ুন পার্বত্য অঞ্চলে পানি ও মশাবাহিত রোগের প্রকোপ

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্ধুদের সঙ্গে বাঘাইছড়ি আবাসিক স্কুলের পাশে বন্যার পানি দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে পা পিছলে পানির স্রোতে ভেসে যায় কৃত্বিত। এরপর থেকে নিখোঁজ সে।

বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠেল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করছে।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: বণিক বার্তা


Related posts

গাজীপুরে শ্রমিকদের আন্দোলন তুলে নেওয়ায় স্বাভাবিক হল যান চলাচল

Chatgarsangbad.net

দুইদিন ধরে পানি নেই চট্টগ্রাম হালিশহরে , চরম ভোগান্তি

Mohammad Mustafa Kamal Nejami

জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ

Chatgarsangbad.net

Leave a Comment