চরণদ্বীপ দরবারে শোহাদায়ে কারবালা মাহফিল ১৫ জুলাই


অনলাইন ডেস্কঃ চরণদ্বীপ দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির ব্যবস্থাপনায় আহলে বায়তে (দ.) স্মরণে ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আগামী ১৫, ১৬ ও ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

মাহফিলে বা’দে মাগরিব ছদারত ও মোনাজাত পরিচালনা করবেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুর্শিদে কামেল হযরতুলাজ্ব শাহ সূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.জি.আ.)।

আরও পড়ুন চরণদ্বীপ দরবার শরীফের সেমিনার

মাহফিল উদ্বোধন করবেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, বিশিষ্ট আলেমে দ্বীন, মাইজভাণ্ডারী লেখক ও গবেষক হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.)।

স্বাগত বক্তব্য রাখবেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)।


Related posts

কানের দুলের জন্য শিশু হত্যার অভিযোগ গ্রেফতার ১

Md Maruf

চবি’র সাংবাদিকতা বিভাগের আয়োজনে দিনব্যাপী গবেষণা কর্মশালা

Chatgarsangbad.net

চন্দনাইশে ব্রি ও বাংলামার্কের মাধ্যমে অ্যাসেম্বলি লাইনে কম্বাইন হারভেস্টার উৎপাদনের যাত্রা শুরু

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment