‘নতুন প্রজম্মকে দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে হবে’


অনলাইন ডেস্কঃ দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবীর যে সকল দেশ উন্নতির শিখরে পৌঁছেছে তার পেছনে বড় অবদান ছিলো শিক্ষা।
মঙ্গলবার (২৫ জুন) সকালে পাহাড়তলি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।

পাহাড়তলী কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক সুশীল কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার। উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ, এম বি আবু বক্কর সিদ্দিকী, আবুল হাশেম শাহ। অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদ মাহমুদ।

আরও পড়ুন সিঙ্গপুরে ওয়ার্ল্ড সিটিস সামিটে যোগ দিলেন চসিক মেয়র

মেয়র বলেন, ‘নতুন প্রজম্মকে মানসম্মত শিক্ষা প্রদান করে তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। একই সাথে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে শিক্ষক অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্বখাদ্য সংস্থার সহযোগিতায় স্কুল ফিডিং কর্মসুচী চালু করেছে। সরকার শিশুদেরকে শিক্ষার আওতায় আনতে চায়। মেয়র বলেন, স্বাধীনতার বহু বছর পরও আমরা জাতিকে পুরোপুরি শিক্ষিত করতে পারেনি। অথচ আমাদের পরে অনেক দেশ স্বাধীনতা লাভ করে শিক্ষার হার আমাদের তুলনায় অনেক বেশী অর্জন করেছে। তিনি শিক্ষার হার বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা প্রদানে সকলকে আরো অধিক দায়িত্বশীল হওয়ার আহবান জানান।


Related posts

‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

ফেব্রুয়ারির ১ম দিনে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৪’ শুরু

Chatgarsangbad.net

জেসিআই বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২ পেলেন ৩১ তরুণ উদ্যোক্তা

Chatgarsangbad.net

Leave a Comment