Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জসিম আহমেদ অনুদান দিলেন কিডনি রোগীকে


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দীন আহমেদ হাশিমপুরের জনৈক কিডনি রোগীকে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা ব্যক্তিগত অনুদান প্রদান করেন। ব্যয়বহুল এ চিকিৎসাসেবায় রোগী সাজ্জাদ হোসেনের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

জাবা যায়, উপজেলার মধ্যম হাশিমপুরের সাজ্জাদ হোসেন (৪০)’র দুইটি কিডনি নষ্ট হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন। বিষয়টি জানতে পেরে এ রোগীর চিকিৎসার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দীন আহমেদ গত ২০ জুন রাতে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রম ও ধর্মীয় ইবাদত চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগীর চিকিৎসার জন্য আরো সহায়তা করার আশ্বাস প্রদান করেন। সাজ্জাদসহ এলাকার অসহায় রোগীদের চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান।

একইদিন (২০ জুন বৃহস্পতিবার) রাতে ঈদুল আজহা উপলক্ষ্যে উপজেলার সর্বসাধারণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় এবং তাঁদের জন্য মেজবানের আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।


Related posts

পটিয়ায় সন্তানের গুলিতে মায়ের মৃত্যুর ঘটনায় মামলা

Chatgarsangbad.net

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

Chatgarsangbad.net

এবারের দুর্গাপূজায় ভারত যাচ্ছে ২ হাজার ৪৫০ টন ইলিশ

Chatgarsangbad.net

Leave a Comment