বন্যাকবলিত হয়ে পড়েছে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল


আনোয়ার হাসান, কক্সবাজারঃ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণের কারণে কক্সবাজারের মহেশখালীসহ উপকূলীয় অঞ্চল আবারো বন্যার কবলে পড়েছে। গতকাল চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলাসহ কক্সবাজার, চাদঁপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙ্গে অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উপকূলে। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ার দুটি দ্বীপ ছাড়াও কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড ব্যাপক প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন মহাবিপদ নামিয়ে চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নাম্বার সতর্ক সংকেত

মহেশখালী পৌরসভার পূর্বদিকে রেমালের প্রভাবে বেঁড়িবাঁধ ভেঙ্গে বাড়িঘর প্লাবিত হয়। সরজমিনে দুর্গত মানুষের অবস্থা দেখতে এলাকাগুলো পরিদর্শন করেছেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজবীর হোসেন। এ সময় তারা ঘূর্ণিঝড় কবলিতদের আশ্রয়কেন্দ্রে গিয়ে নিরাপদে আশ্রয় গ্রহণ করতে অনুরোধ করেছেন।

তারা বলেন, ‘দূর্যোগ প্রবণ এলাকা মহেশখালী। আমরা এখানে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সার্বক্ষনিক দূর্গত মানুষের পাশে থেকে তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছি।’

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের (পাহাড় বেয়ে বৃষ্টিধারা) কারণে  স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিলো চট্টগ্রামে। সেটির পর ঘুর্ণিঝড় রেমালের কারণে বর্তমান দুর্যোগ মোকাবেলা করছে চট্টগ্রাম।


Related posts

আজ থেকে খুলছে বান্দরবানের কেওক্রাডং পর্যটন কেন্দ্র

Mohammad Mustafa Kamal Nejami

অভিজ্ঞতা ছাড়া শিক্ষক নিয়োগ দিচ্ছে পোর্ট সিটি পাবলিক স্কুল

Chatgarsangbad.net

দাফনের ১০মাস পরও কবরে মসজিদের ইমামের অক্ষত মরদেহ!

Chatgarsangbad.net

Leave a Comment