ঈদগাঁওয়ে নির্বাচনী সহিংতায় নিহত ১


অনলাইন ডেস্কঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সফুর আলম (৩৫) নামের ওই যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত যুবক ওই এলাকার নুর উদ্দিনের ছেলে ও টেলিফোন প্রতীকের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, টেলিফোন প্রতীকের সমর্থক দেলোয়ার নামক এক ব্যক্তিকে আটক করে রেখেছিলো মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা। এ খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন নিহত সফুর আলম।

দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাকে মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকরা আটকে রাখেন। খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে গেলে সেখানে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ৪টা ২০ মিনিটের সময় হাসপাতালে নিয়ে আসা গেলে কর্তব্যরত চিকিৎসক ড. সাজ্জাদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন কক্সবাজারের ৩ উপজেলায় সতর্ক প্রশাসন

টেলিফোন প্রতীকের কর্মী-সমর্থকরা জানিয়েছেন, সকাল থেকে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকেরা উগ্রতা দেখাচ্ছিল। বিকাল নাগাদ তারা টেলিফোনের এক সমর্থককে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ঈদগাঁও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, ‘ছুরিকাঘাতে একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, আনারস প্রতীকের সমর্থক সৈয়দ আকবরকে মারধরের প্রতিবাদে ঈদগাঁও স্টেশনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন কর্মী-সমর্থকরা। পরে পুলিশ ও র‌্যাবের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হয়।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Related posts

চট্টগ্রাম জেলায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন: সিভিল সার্জন

Chatgarsangbad.net

খাগড়াছড়ি-চট্টগ্রাম ও ঢাকা সড়কে অবরোধ শিথিল

Mohammad Mustafa Kamal Nejami

মহামায়া পার্ক পরিষ্কার করলো বনবিভাগ ও চবির ২০তম ব্যাচ

Chatgarsangbad.net

Leave a Comment