আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: চবির ২০তম ব্যাচের বন্ধুমেরা ও পিকনিক

মহামায়া পার্ক পরিষ্কার করলো বনবিভাগ ও চবির ২০তম ব্যাচ


মীরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ের বন বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন ও পরিবেশ সচেতনতা মূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দেশের দ্বিতীয় কৃত্রিম লেক মহামায়া ইকো পার্কে এ পরিষ্কার অভিযান পরিচালনা করেন তারা।

অভিযানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার, ব্যবস্থাপনা ও পরিকল্পনা কর্মকর্তা কাজল তালুকদার, কুমিল্লা বন বিভাগের বন কর্মকর্তা জি এম কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের প্রধান সুকান্ত রায়, এটিএন বাংলার চট্টগ্রামের ডেপুটি ইনচার্জ মনজুর কাদের মনজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটি ফর ইউমেন অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মাইনুল ইসলাম, চবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনিরুল ইসলাম, প্রবাসী আখতার উদ্দীন, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচ ও বন বিভাগ কর্মকর্তার উপস্থিত ছিলেন। এসময় তারা পার্ক পরিস্কার করে পার্কের পরিবেশ রক্ষায় যথাস্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর