আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এওচিয়া দানিশ চৌধুরী বাড়ির ১৫তম ঈদ উৎসব অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক

শনিবার (১৩ এপ্রিল) দানিশ চৌধুরী বাড়ির ঐতিহ্যবাহী ১৫তম ঈদ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়। ঈদ উৎসব এর প্রথম অধিবেশনে ইকরা ফাউন্ডেশনের দীর্ঘ একবছরের কোরআন শিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কেরাত, গজল, হামদ, নাথ এবং কুইজ প্রতিযোগিতা মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ইকরা ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ফখরুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরিকুল আলম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী, ছফি চৌধুরী, আশেক এলাহি চৌধুরী প্রমুখ।

শনিবার সন্ধ্যায় ঈদ উৎসব – ২০২৪ এর দ্বিতীয় ও চূড়ান্ত অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আবচার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ। এছাড়াও দানিশ চৌধুরী বাড়ির গ্রাম, শহর ও প্রবাসের প্রায় পাঁচ শতাধিক আত্নীয়ের উপস্থিতিতে ঈদ উৎসব ২০২৪ বরাবরের মতোই অভূতপূর্ব পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথিদের জন্য রাতের খাবারের আয়োজনসহ একটি সমন্বিত ও পরিকল্পিত ব্যবস্থাপনা লক্ষ্য করা যায় দর্শক ও অতিথিদের দেহের ও মনের উভয় খোরাকই জোগায়। বৈচিত্র্যময় ও ভিন্নধর্মী পরিবেশনায় দানিশ চৌধুরী বাড়ি সাংস্কৃতিক টিম পুরো আয়োজনকে মাতিয়ে রাখে। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, প্রযুক্তি ও ইন্টারনেট ছোবল এবং মাদক ও অন্যান্য ক্ষতিকর আসক্তি হতে তরুণ প্রজন্মকে রক্ষা করে সুস্থ ও শুদ্ধ সাংস্কৃতিক বিনোদনে ধাবিত করার একটা সার্থক উদাহরণ হতে পারে দানিশ চৌধুরী বাড়ি ঈদ উৎসব।

দানিশ চৌধুরী বাড়ি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ঈদ উৎসবে আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমরান হোসেন চৌধুরী, মুরিদুল আলম চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিকুল আজম চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর