সীতাকুণ্ড ও কক্সবাজারে তাপ প্রবাহ, চট্টগ্রামে বৃষ্টি হতে পারে আগামিকাল থেকে


অনলাইন ডেস্কঃ সীতাকুণ্ড অঞ্চল ও কক্সবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ মার্চ) সংস্থাটির দেওয়া পূর্বাভাসে আরও জানানো হয়, আগামিকাল মঙ্গলবার (১৯ মার্চ) থেকে চট্টগ্রাম বিভাগের কোনো কোনো স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুসারে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ কারনে আজ সোমবার (১৮ মার্চ) রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন রমজান মাসে কয়েকটি তাপদাহের আশঙ্কা, জেনে নিন কেমন থাকবে আবহাওয়া

তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তবে বুধবার (২০ মার্চ) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।


Related posts

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের টাকা আওয়ামী লীগ কর্মীর চিকিৎসায় দিলো ছাত্রলীগ

Chatgarsangbad.net

খাদিজাতুল আনোয়ার সনির সাথে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

Chatgarsangbad.net

রামু খুনিয়াপালং এ প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা লিয়াকতের পরিবার

Md Maruf

Leave a Comment