সাদ্দাম হোসেন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জ, ৩১ আনসার ব্যাটালিয়ন ও চট্টগ্রাম জেলার যৌথ উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী , স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জ ব্যাটালিয়ন, জেলা, জোন সহ প্রত্যেক কার্যালয় সমূহে সুদৃশ্য ব্যানার ও জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
গতকাল সকাল ১৭ মার্চ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয় এরপর চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত চট্টগ্রাম শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে স্থাপিত ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপমহপরিচালক জনাব মো: সাইফুল্লাহ্ রাসেল (বিএএম,পিএএমএস)। এ সময় উপস্থিত ছিলেন ৩১ আনসার ব্যাটালিয়ন পরিচালক জনাব নাজমুল হক নূরনবী, চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট জনাব এইচ এম সাইফুল্লাহ হাবিব ,সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন সুলতানা, বিভিন্ন পদবীর কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা, আনসার ব্যাটালিয়ন , সাধারণ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর রেঞ্জ কার্যালয়ের হল রুমে আলোচনা সভায় ‘‘বঙ্গবন্ধুর জীবনীর’’ উপর আলোচনা করা হয় । আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর নির্মিত প্রামাণ্য চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’ ও ‘অসমাপ্ত মহাকাব্য’ ভিডিও প্রদর্শনের মাধ্যমে দেখানো হয়।
বাদ যোহর রেঞ্জ কার্যালয়ে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা্ মুজিব সহ ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবার সহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply