কক্সবাজারে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কর্মসূচি


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলায় ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প’ বাস্তবায়নে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ ফেব্রুয়ারি সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউট এর শহিদ সুভাষ হল এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানের প্ররাম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মিরাজ।

এসময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তিনি যুদ্ধকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বীরত্বের ঘটনা শুনিয়েছেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের এ ধরনের আলোচনার আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীরত্বগাথা শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

আরও পড়ুন কক্সবাজারে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডির বাছাই পর্ব উদ্বোধন

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: জহুরুল ইসলাম রোহেল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও অধ্যাপক ড. মিসবাহ কামাল।

বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে এসময় আরো বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার চারবারের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক জেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জয়বাংলা বাহিনী ’৭১ প্রধান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।


Related posts

রাঙ্গুনিয়ায় মতবিনিময় সভায় ইউএনও- সাংবাদিকদের নিউজ অনেক সময় আদালত বিবেচনা করে

Md Maruf

বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ আটক ৪

Mohammad Mustafa Kamal Nejami

চমক দেখালেন ফজলে করিম, পেলেন ডেইরি আইকন সম্মাননা

Chatgarsangbad.net

Leave a Comment