Hom Sliderবাংলাদেশ

হজ নিবন্ধনকারীদের বাকি টাকা পরিশোধের শেষ সময় ২০ ফেব্রুয়ারি


অনলাইন ডেস্কঃ হজ নিবন্ধনকারীদের টাকা পরিশোধের শেষ সময় ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন হজের নিবন্ধনের সময় শেষ

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ফ্রেব্রয়ারির মধ্যে বাংলাদেশ সরকারকে হজ নিবন্ধনকারীদের টাকা পরিশোধ করতে হবে। এ অর্থের মাধ্যমে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি হজগামীদের জন্য মিনায় তাঁবু, মোয়াল্লেম, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহণ চুক্তিসহ প্রভৃতি বিষয় সম্পন্ন হবে।

এর আগে ২০২৪ সালের হজ গমনেচ্ছুরা ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করেছিলেন। ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের বাকি টাকা জমা দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়।


Related posts

সঙ্গীতশিল্পী মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Chatgarsangbad.net

এবার চাহিদার চেয়ে কোরবানির পশু ২১ লাখ বেশি

Chatgarsangbad.net

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন ও ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধ করুন: বিএফইউজে

Chatgarsangbad.net

Leave a Comment