অনলাইন ডেস্কঃ হজ নিবন্ধনকারীদের টাকা পরিশোধের শেষ সময় ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন হজের নিবন্ধনের সময় শেষ
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ফ্রেব্রয়ারির মধ্যে বাংলাদেশ সরকারকে হজ নিবন্ধনকারীদের টাকা পরিশোধ করতে হবে। এ অর্থের মাধ্যমে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি হজগামীদের জন্য মিনায় তাঁবু, মোয়াল্লেম, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহণ চুক্তিসহ প্রভৃতি বিষয় সম্পন্ন হবে।
এর আগে ২০২৪ সালের হজ গমনেচ্ছুরা ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করেছিলেন। ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের বাকি টাকা জমা দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়।