আলীকদমে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করলো বান্দরবান সেনা রিজিয়ন


ইসমাইল হোসেন, বান্দরবানঃ জেলার আলীকদম উপজেলায় অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র দিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় দরিদ্রদেরকেও এ সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান রিজিয়ন কমান্ডার আলীকদম মুরং কমপ্লক্সে ১৩০ শিক্ষার্থী ও ৩৫০টি দুস্থ্য পরিবারের সদস্য এ সহায়তা পেয়েছেন।

ছবি: আলীকদমে শীতবস্ত্র বিতরণ করলো বান্দরবান সেনা রিজিয়ন

সহায়তা সামগ্রীর মধ্যে ছিলো- স্কুল ব্যাগ, খেলাধুলা ও সাংস্কৃতিক শিক্ষা সরঞ্জাম, সোয়েটার, কম্বল ইত্যাদি।

আরও পড়ুন ‘২০২৪ সালের মধ্যে লামা উপজেলায় আরেকটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে’

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোনগুলোতেও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান, উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়াও বান্দরবান রিজিয়নের আওতাধীন জোনসমূহ সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসেছে এবং ভবিষৎতেও এ রকম কাজে সম্পৃক্ত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্ট গ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারনের আপদকালীন সময়ে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের মাঝে পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে জোন কমান্ডার উল্লেখ করেন।


Related posts

বেআইনীভাবে পাহাড় কেটে বসতি, ১১ জনের বিরুদ্ধে মামলা

Chatgarsangbad.net

আবারো উত্তাল পার্বত্য চট্টগ্রাম, বুধবার অবরোধ

Chatgarsangbad.net

তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক সংকটের ফয়সালা চায় বিএনপি

Chatgarsangbad.net

Leave a Comment