Hom Sliderবাংলাদেশ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চট্টগ্রামে বেড়েছে শীত


অনলাইন ডেস্কঃ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চট্টগ্রামে শীতের প্রকোপ বেড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামিকাল বৃহস্পতিবারও (২৫ জানুয়ারি) চট্টগ্রামে এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকবে।

পূর্বাভাসে সংস্থাটি আরও জানিয়েছে, আজ বুধবার (২৪ জানুয়ারি) দেশের চারটি বিভাগের (চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল) কিছু কিছু স্থানে বৃষ্টি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী বিভাগ এবং কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও পড়ুন শীত কী আরও বাড়বে? জেনে নিন আবহাওয়ার খবর

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পারে।

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ০৮ দশমিক ৪ ডিগ্রি।


Related posts

রিজভীর নেতৃত্বে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল

Chatgarsangbad.net

ডাকঘর ডিজিটালাইজেশনে অংশীদার হতে চায় বাংলালিংক

Chatgarsangbad.net

গণভবনে ঢুকে যে যা পারছে নিয়ে যাচ্ছে

Chatgarsangbad.net

Leave a Comment