করোনা আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও তার স্ত্রী


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত। তারা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সোমবার (১০ জানুয়ারি) করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। তারা দুইজনই উত্তরায় তাদের বাসায় অবস্থান করছেন।

২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এই প্রথম করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল। যদিও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।


Related posts

আজ বন্দে আলী মিয়ার জন্মদিন

Chatgarsangbad.net

পরিবেশ বাঁচাতে ধর্মীয় সম্প্রীতি

Chatgarsangbad.net

ডলারের তদন্তে ডিজিটাল হুন্ডি চক্রের সন্ধান পেলো সিআইডি

Chatgarsangbad.net

Leave a Comment