সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে বক্তৃতা প্রতিযোগিতা


অনলাইন ডেস্কঃ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে একাদশ, দ্বাদশ ও স্নাতকের শিক্ষার্থীদের মধ্যে ‘নারী শিক্ষার প্রয়োজনীয়তা’ প্রসঙ্গে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) কলেজের হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন নিশাত সোলতানা, দ্বিতীয় নাহিদা আকতার এবং তৃতীয় স্থান অর্জন করেন সামিরা আলম। শেষে বিজয়ীদের বই দিয়ে পুরস্কৃত করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী। লেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদেরের সভাপতিত্বে অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন ও কলেজের শিক্ষক-শিক্ষিকা।

আরও পড়ুন হরতাল-অবরোধে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ক্লাস চলমান থাকবে: নুরুল আবছার

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে নারী শিক্ষার বিকল্প নেই। নারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এই স্বপ্ন পূরণের ভালো ফলাফলের বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘আর্থিক সংকটের কারনে যে সকল শিক্ষার্থী এখনো একাদশে ভর্তি হতে পারেনি তারা সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে বিএমটি শাখায় ফ্রিতে ভর্তি হতে পারবে।’


Related posts

সাতকানিয়ায় গণপিটুনিতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ৫

Chatgarsangbad.net

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ জন নিহত

Mohammad Mustafa Kamal Nejami

পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১২

Chatgarsangbad.net

Leave a Comment