আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১২


মুহাম্মদ নাছির উদ্দীন:

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় আনন্দভ্রমণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার ( ৭ জুলাই) সকাল সাড়ে ৭ দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি জাঙ্গালিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পশ্চিম পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ১২ জনকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালেপাঠান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। আনন্দ ভ্রমণের বাসটি যাত্রীদের নিয়ে সিলেট থেকে কক্সবাজার হয়ে বান্দরবান যাচ্ছিল।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। দুর্ঘটনায় তেমন কোন হতাহত হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর