Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

ট্রাকের সাথে ট্রাকের ধাক্কায় মীরসরাইয়ে মৃত্যু ১


শিহাব উদ্দিন শিবলু, মীরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ট্রাকের একজন হেল্পার। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন মীরসরাই’তে সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসীর মৃত্যু

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক বলেন, ‘শনিবার সকালে বড়দারোগাহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। পিছনের ট্রাকের চালকের সহকারি ট্রাকের নিচে চাপা পরে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন চাটগাঁর সংবাদকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় অন্য এক ট্রাক চালকের হেল্পার নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’


Related posts

দোহাজারী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. আলমগীরের সমর্থনে উঠান বৈঠক

Chatgarsangbad.net

চীন সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

Saddam Hossain

আইসিপিসি দেশের আইসিটি সেক্টরকে সমৃদ্ধ করবে: রাষ্ট্রপতি

Chatgarsangbad.net

Leave a Comment