১৮শ’ ইয়াবাসহ আটক ১


ইসমাইল হোসেন, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামায় মোটর সাইকেলে পাচারকালে ১৮শ’ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে লামা থানা পুলিশ। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর শুক্কুর (৩৭) নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আব্দুর শুক্কুর আলীকদম উপজেলার নয়া পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাগান পাড়ার হাবিবুর রহমান ও সাবেকুন্নাহার এর ছেলে।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক নাইমুল হক বলেন, ‘বিকাল সাড়ে ৩টায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে লামা চকরিয়া সড়কের লাইনঝিরি মোড়ে অবস্থান নিই। এসময় হলুদ রংয়ের টিভিএস এপাসি মোটর সাইকেলের গতিরোধ করে আব্দুর শুক্কুরের তল্লাশি চালায়। এসময় তার হস্তগত মোটর সাইকেলের হেডলাইট বক্স থেকে পলিথিন ও নীল পলিব্যাগে মোড়ানো ১০টি প্যাকেটে ১৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আব্দুর শুক্কুর ও তার মোটর সাইকেল আটক করা হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, ‘এই বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।’


Related posts

চীন সফরে যাচ্ছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

Chatgarsangbad.net

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Chatgarsangbad.net

কাতার গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment