Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ২১ অক্টোবর


অনলাইন ডেস্কঃ ষাট দশকের ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা, অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি, ‘৬৯-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রামে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর বিভাগীয় প্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ-এর ১৭তম মৃত্যুবার্ষিকী আগামী ২১ অক্টোবর। ২০০৬ সালের ২১ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষ্যে আগামী ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় নগরীর চট্টগ্রাম প্রেস
ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা
হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ স্মরণসভা কমিটি চট্টগ্রাম আয়োজিত এ স্মরণসভায় দেশবরেণ্য বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও সাংবাদিকগণ স্মৃতিচারণ করবেন।

উক্ত স্মরণসভায় সংশ্লিষ্ট সকলকে ও সংগঠন সকল কর্মকর্তা-সদস্যদের যথাসময়ে
উপস্থিত থাকার জন্য স্মরণসভা কমিটির চেয়ারম্যান মো. খোরশেদ আলম,
মহাসচিব স ম জিয়াউর রহমান ও সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান,
আবদুল মান্নান রানা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


Related posts

ডা. খাস্তগীর স্কুলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব আগামিকাল

Chatgarsangbad.net

ফ্যাসিবাদ আমাদের রাহাবার দের হত্যা করেছে শাহাজাহান চৌধুরী

Md Maruf

শতবর্ষী গাছ কাটতে চায় সিডিএ, প্রতিবাদ সিপিবির

Chatgarsangbad.net

Leave a Comment